ইঙ্গিত/উপেক্ষিতা
< ইঙ্গিত
(পৃ. ৪৭)
উপেক্ষিতা
“আঃ – ঘুমুতে দেবে না?”
সে ত’ কিছুই করে নাই, হঠাৎ স্বামীকে একটু স্পর্শ করিয়াছিল মাত্র।
দিনে দেখা হইল। সে স্বামীর দৃষ্টিকে নিজের দিকে ফিরাইবার জন্য বৃথাই চেষ্টা করিল। স্বামী ভ্রূ কুঞ্চিত করিয়া মুখ নামাইয়া চলিয়া গেলেন।
একদিন স্বামী তাহার কাছে কি পাইয়াছিলেন? — আর আজ সে কি হারাইয়াছে?