ইঙ্গিত/বাইজী
< ইঙ্গিত
(পৃ. ১৯)
বাইজী
আজ তাহার অঙ্গের প্রত্যেকটি ভঙ্গীতে ভাব যেন রূপ ধরিতেছিল। কি এক বেদনায় গলার স্বর কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছিল, সুরের ভিতর দিয়া কি একটা মিনতি কাহার উদ্দেশে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছিল, কে জানে? মুখের উপর হইতে সমস্ত কলুষের ছাপ আজ নিঃশেষে মুছিয়া ফেলিল কি করিয়া?
সে যে দিকে চাহিয়া তাহার সমস্ত বেদনাকে নিবেদন কবিতেছিল, হঠাৎ সেদিকে একটা গোল উঠিল। কে যেন মুর্চ্ছিত হইয়া পড়িয়াছে।