স্বদেশ

নরেশ বি, এ, পাশ করিয়াই বিলাত চলিয়া গেল। পরাধীন এ দেশ—তাহার চাই স্বাধীনতার মুক্ত বাতাস।

সকলই সে পাইয়াছে, কিন্তু আজকাল শুধু একটি অভাব বোধ করিতেছে। সে চায় প্রাণের সঙ্গ। এবার মুক্তি চায় না-চাহে সে বন্ধন।

একদিন সে হঠাৎ ফিরিয়া আসিয়া এদেশের মাটীকেই সবলে আঁকড়াইযা ধরিল।