কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/আমাদের সুখ নেই, সমর্পণ আছে

আমাদের সুখ নেই, সমর্পণ আছে

এই ঘরে লাবণ্যের বীজ উড়ে পড়েছিল, এই ঘরে
ব্যাকুলতা ছিল কোনোদিন, এখন কোথাও
গোপনতা বলে কিছু নেই, নেই।
কোনো আলো-আঁধারের খেলা— সকলেই
জেগে আছি তবু

প্রতি ফুলে পতঙ্গের মতো জেগে আছি
সকলেই জেগে আছি ঘুমের গভীরে
স্বপ্নের চেয়েও মুগ্ধকারী- প্রত্যেকে শিখেছি।
জেগে থাকা, এই ঘরে
জেগে থাকতে চাই

কোনোদিন ব্যাকুলতা ছিল লাবণ্যের, উচ্ছ্বসিত হয়েছিল
অঙ্কুরের উদ্গম সময়ে— এখন সমস্ত শান্ত
কোনো কিছু আলোড়ন নেই।
তবু জেগে আছি, বীজের ভেতরে প্রখর উজ্জ্বল
গোপনতা ছিল কোনোদিন
আজ, এই ঘরে, ফুটে ওঠে প্রত্যেকের গূঢ় সমাচার

আমাদের সুখ নেই, সমর্পণ আছে