জল

কতটুকু যেতে পারি, ঠিক কতটুকু?
কতখানি হলে
চোরাবালি, ঠিক কতখানি হলে জল?

মাটি খুঁড়ে-খুঁড়ে
মাটি, তারপর?
মাটি থেকে মাটি থেকে মাটি তুলে নিই
কোনখানে জল?

কতখানি পেতে পারি, ঠিক কতখানি?
কতটুকু হলে
চোরাবালি, ঠিক কতটুকু হলে জল?