গীতবিতান/প্রেম ও প্রকৃতি/১৩

১৩

হৃদয়ের মণি আদরিণী মোর,  আয় লো কাছে আয়।
মিশাবি জোছনাহাসি  রাশি রাশি  মৃদু মধু জোছনায়।
মলয় কপোল চুমে  ঢলিয়া পড়িছে ঘুমে,
কপোল নয়নে  জোছনা মরিয়া যায়।
যমুনালহরীগুলি  চরণে কঁদিতে চায়।