ধূলিরাশি/পূর্ণিমা নিশা

পূর্ণিমা নিশা।

পূর্ণিমার শশী, পর্ব্বতশিখরে,
 কোলেতে লইয়া সাঁঝের তারা।
ঢালিছে নীরবে, ধীরে ধীরে ধীরে,
 বিমল রজত-কিরণ-ধারা॥

নীরবে একটি ক্ষুদ্র জলস্রোত,
 আপনা ভুলিয়ে বহিয়ে যায়।
মহানন্দে আজি হাসিছে জগত,
 বহে মৃদু মৃদু মলয় বায়॥


ক্রমশঃ হইল, গভীর রজনী,
 বিদায় হইল সাঁঝের তারা।
মনোহর বাস পরিল যামিনী,
 প্রভাহীন হ’ল সকল তারা॥

একাকী চাঁদিমা গগণের ভালে,
 হাসিছে বসিয়ে আপন মনে।
একখানি মেঘ আকাশের কোলে,
 ঘুমায় নীরবে তারকাসনে॥

তুলিয়ে মস্তক গগণের পানে,
 জোছনা মাখিয়ে শতেক গিরি।
ধন্যবাদ করে হরষিত মনে,
 পরম পিতারে পরাণ ভরি॥

ধীরে ধীরে, একি! প্রভাত হইল,
 পশ্চিমে চাঁদিমা, সোণার থালা।
অস্তগিরি’পরে ঢলিয়া পড়িল,
 বিলীন হইল তারকামালা॥