এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ठारु७ांद्र እፃ • ভাল হইয়া উঠিল। সে প্রতিজ্ঞা করিল,—“এখন হইতে আমি একটু সংযত হয়ে চলব ; ওরূপ জলন্ত দৃষ্টিতে তার মুখের পানে চেয়ে থাকব না ; স্বামার ধরণ-ধারণ অবলম্বন করব। কৌন্টের পরিচারকের সাহায্যে অক্টেভ একটু গম্ভীর ধরণের সাজসজ্জা করিয়া, ধীরপাদবিক্ষেপে খাবার ঘরে প্রবেশ করিল। সেইখানে কোণ্টেস প্রাতভোজনে তাহার জন্ত অপেক্ষা করিতেছিলেন।” S কেন্ট-দেহ অক্টেভ খানসামার পিছনে পিছনে নীচে নামিয় আসিল । অক্টেভ আপনাকে বাড়ীর মালিক মনে করিলেও, বাড়ীর মধ্যে খাবার-ঘরটা কোথায়, সে জানিত না । খাবার-ঘরটা খুব বড়—একতালায় অবস্থিত। সেখান হইতে প্রাঙ্গণ দেখা যাইতেছে। দেয়ালে সুন্দর ঘর-কাটা-কাটা কাঠের কাজ। দেয়ালের গায়ে ঋতুর পযায়-অনুসারে প্রত্যেক ঋতু-সুলভ শিকার-লব্ধ হত জীব-জন্তুর দেহাবশেষের নিদর্শন সকল রক্ষিত হইয়াছে। ভোজন-শালার দুই প্রান্তে বড় বড় কাঠমঞ্চ, তাহার উপর লাবিন্‌স্কি বংশের পুরাতন রূপার বাসনকোসন সাজান রহিয়াছে। দেয়ালের দুই ধারে সারি সারি সবুজ মরক্কো চর্ম্মে মণ্ডিত কেদারা । ঘরের মাঝখানে খোদাই-কাজ-করা পায়া-বিশিষ্ট খাবার-টেবিল। মাথার উপরে একটা বৃহৎ বেলোয়ারি ঝাড় ঝুলিতেছে। টেবিলের উপর, রুশীয় পরিবেশনের ধরণ-অনুসারে একটা নীল রজুঘেরের মধ্যে নানাবিধ ফল পূর্ব্ব হইতেই স্থাপিত এবং মাংসাদি সমস্ত রান্না ঢাক্নি-ঢাকা বাসনের মধ্যে রক্ষিত হইয়াছে । পালিস কর ধাতব ঢাকাগুলা ঝিকমিক্‌ করিতেছে। টেবিলের মুখামুখী দুই আরাম-কেদারা ; •