পাতা:অভিমানিনী.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ পরিচ্ছেদ S qe পরে আগে আগে বিমল, তারপর সে ও পশ্চাতে সীতাপতি চলিতে লাগিল । রাণী রাসমণির মন্দিরসম্মুখে গঙ্গাগর্ভে যে সোপানীবলী নামিয়া গিয়াছিল, সেখানে পৌঁছিয়া দু’খনি নৌকা পাইল। একখানি বিমল ভাড়া ঠিক করিয়া রোগীটিকে তাহার উপর তুলিয়া লইল । নৌকা ছাড়িয়া দিল । 3 যে রোগীকে কঁধে লইয়া গিয়াছিল, সীতাপতি তাহার দিকে চাহিয়া দেখিল তাহার দেহে রোগীর বসন্তগুটিকার ছাপ লাগিয়াছে। যুবক তাহাতে ভ্রক্ষেপও করিতেছে না। সীতাপতি আরও দেখিয়া বিস্মিত চইল যে যুবকের গলায় যজ্ঞোপবীত । সে ডোমকে ছুইতে বিন্দুমাত্র ও দ্বিধা করে নাই ! সীতাপতি যুবকের সহিত আলাপ করিতে ইচ্ছুক হইল। যুবক তখন গঙ্গাতীরে বসিয়া সর্ব্বাঙ্গে গঙ্গামূত্তিকা মাখিতেছিল । সীতাপতি তখন অগ্রসর হইয়া বলিল “একে কোথায় পাঠালেন ?” য। বেলুড় মঠে। সেখান থেকে ওর ব্যবস্থা হ’বে। সী। আপনি কি মঠেই থাকেন ? যুবক স্নান করিতে করিতে বলিল “কখন কখন।” সী। আপনি কি রামকৃষ্ণ মিশনের ?” भू। ड ঠিক বলতে পারি নি। তবে মিশনে দুকুতে ইচ্ছা আছে বটে । 象 যুবক স্নান সমাপন করিয়া মাথা মুছিয়া সিক্তবস্ত্র নিংড়াইয়া বাঁধান বটবৃক্ষমূলে আসিয়া বসিল । औउाश्वङि७ मात्र मc cर्शन । সীতাপতি বটবৃক্ষমূলের একপ্রান্তে বসিয়া यलिट्य 'अष्छ,' टी भिक्षामन्न भूल डेफथ कि ?”