পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র YBD LCLLLDLBL LLDD DBBDBD DBB S BBBDB BDDDD কষ্ট হয় নি, কারণ সহযাত্রী প্রায় সবই ভারতীয় ছিলেন। বিলাতে নানা স্থানে বক্তৃতা দিয়ে, গবেষণা করে তিনি ফিরে আসেন। তখন ভারতে অসহযোগ আন্দোলন খুব জোর চলছিল। তিনি বিলাত থেকে ফিরে তঁর অভিজ্ঞতা সম্বন্ধে কোনও বন্ধুকে বলেছিলেন “আমি যে যে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করিয়াছি সেখানেই দেখিয়াছি হাজার হাজার ছাত্র বিজ্ঞান, বিশেষতঃ উচ্চাঙ্গের রসায়ন শাস্ত্র চৰ্চা করিতে ব্রতী আছে। ইংরেজ জাতি বিলক্ষণ বুঝিয়াছেন যে উচ্চাঙ্গের রসায়নশাস্ত্রের চর্চা ভিন্ন উন্নতির আর উপায় নাই।”-সেই জন্য বিলাত থেকে এসে, আচার্য্য রায় এদেশে রসায়নশাস্ত্রের উন্নতির দিকে মন দিলেন । S6