পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র original articles which have been published mostly in the Journal of the Chemical Society, and also in other Scientific Publications in India, England, America and Germany. Dr. Ray himself is responsible for about 5o per cent of these valuable original contributions.° এর ভাবার্থ এই যে, যখন বিখ্যাত ভারতীয় রাসায়নিক স্যর প্রফুল্লচন্দ্র রায় প্রেসিডেন্সী কলেজে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন, তখন তিনিই বাংলা দেশে উচ্চ রাসায়নিক গবেষণার ভিত্তি স্থাপন করেন। পরে ডাক্তার রায় তঁর ভক্ত ছাত্রবৃন্দের সাহায্যে প্রেসিডেন্সী কলেজে “ভারতীয় রাসায়নিক মণ্ডলী” স্থাপন করেন । এই মণ্ডলী আজি পর্যন্ত প্রায় ২০০ মৌলিক প্রবন্ধ রচনা করেছেন, সেই সব প্রবন্ধ কেমিক্যাল সোসাইটির পত্রিকায় ও ভারতবর্ষ, ইংলণ্ড, আমেরিকা ও জার্ম্মানীর অন্য অন্য বৈজ্ঞানিক কাগজে প্রকাশিত হয়েছে। আর ডাক্তার রায় নিজে এই মৌলিক গবেষণার অৰ্দ্ধেকের জন্য দায়ী । Rd