পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ so যে কাম । সিদোম শহরে যদি তাহা করিতাম। আজতক মোজুদ থাকিত যে তাহা । লেকিন তোমার তরে কহিতেছি এহা ॥ লেকিন আসিবে যবে রোজ কিয়ামৎ । বেহেতর হুইবেক সিদোমের হালৎ ॥ লড়কাদের নজদিকে খোদা যে আপন খু্যখবরি জাহের করিয়াছেন, তাহার বয়ান । তাবাদে মসীহ এই বাৎ বলিলেক । হে বাপ আত্মান আর জমির মালেক ॥ আলেম ফাজেল লোক যে সকল আছে । না কোরে জাহের ইহা তাহদের কাছে। লড়কার নজদিকে ইহা করেছ জাহের । এ লেগে শুকুর তেরা করিতেছি ঢের ॥ বেহেতর হয় যাহা তোমার নজরে । এৰূপ হওয়াতে তাহা হুইল আখেরে ॥ আর দেখফের মেরা বাপের মারফতে । সুপরদ করা হইয়াছে মেরা হাতে ॥ না জানে বেটারে কেহ বাপজী বেগর । বেটা বিনা বাপজীরে নাহি জানে পর ॥ আপন মজিতে বেটা যাহার নজদিকে । জাহের করেন তারে সে জানে তেনাকে ৷ মেহেনতি জেরবার লোকেরা তমাম । আমার নজদিকে এস বকশিবে আরাম। আমার র্যোয়ালি ঘর আপন উপরে । আরভি তালিম লেহ আমার গোচরে ॥ সবব হৈলাম আমি গরীব দেলেতে । তাহাতে আরাম পাবে আপন মনেতে ॥ সবব যোয়ালি মেরা বড়ই আছান । আর মেরা বোঝা হালকা জানিবে জবান ॥ ---