পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬৯ ] এই লড়কীর মতন । আপনারে খাট করিবেক যেই জন ॥ আস্মানের বাদশাহতে সে বড় হবেক । যে কেহ আমার নামে এহার মাফেক। কবুল করিয়া থাকে একট লড় কারে । আমাকেই সেই জন যে কবুল করে। আমাতে ইমানদার ছোটদের বিচে । ঠোক্কর খাওয়ায় এক জনে যদি পিছে ৷ গলাতে বান্ধিয়া র্যাত ভরা সাগরের ৷ পানিতে ডুবিয়া যাওয়া তাহার খয়ের ॥ ঠোক্করের লিয়া হেথা আফ সোস হুইবে । সবব ঠোক্কর দেখ জৰূর ঘটবে। যাহার মাফতে কিন্তু ঠোক্কর আসিবে । তাহারি উপরে বড় আফ সোস হইবে ॥ ঠোক্কর খাওয়ায় যদি পাও আর হাত। তাহৈলে সে সবে কেটে ফেলিবে তফাৎ। রাখি দুই পাও, আর রাখি দুই হাতে । হামেশার আগুনেতে ডাল যাওয়া হৈতে ॥ মূল বা লেঙ্গড় হৈয়া জিন্দেগীতে যেতে । বলকে খয়ের আছে তোমার হঙ্কেতে ॥ ঠোক্কর খাওয়ায় যদি নিজ আঁখ তোরে। নিকালিয়া তারে তুমি ফেলে দেও দূরে। দুই আঁখ লিয়া দোজোথের আগুনেতে । তোমারে আথের যদি হয় হে গিরিতে ॥ তবে এক আথ লিয়া যাওয়া জিন্দেীতে। তার চেয়ে বেহেতর তোমার হঙ্কেতে ॥ এই ছোটদের বিচে হবে খবরদার । কাহাকেও ছোট বল্যে গিণিবে না আর ॥ যেহেতুক আত্মানেতে ফেরেস্তা তাদের । দেখে মুখ সদা মেরা আম্মানি বাগের ॥ হারান যে সব তার নজাং কারণ এসেছেন দুনিয়াতে আদমির ফর্জন্দ ॥ কি রকম তজবিজ হয় তোমাদের । যদি একৃশ ভেড়ী থাকে কোন শকশের। যদি তার এক ভেড়া যায় হারাইয়া । তবে সে নিরান্নই ভেড়ীরে ছাড়িয়৷ সেই শকশ গিয়া ফের পাহাড়ের পরে । টোড়ে