পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ァc ] লোক র্তার পিছনেতে ॥ দুই আন্ধা বসেছিল রাস্তা কেনারায় । শুনিল তাহারা ইসা সেই পথে যায় ৷ চিল্লীয়ে কহিল আয় বেটা দায়ুদের । আমাদের পরে তুমি করন্থ মেহের । চুপ রহ২ লোকেরা বলিয়া । তাছাদের দেন জনে দিলো ধমকাইয়া৷ কিন্তু বেসি চিল্লাইয়া কহিলেক ফের। খাবিন্দ মোদের পরে করহ মেহের। তবে ইসা খাড়া হৈয়া কহে তাহাদের । বল শুনি তবে কিবা চাহি তোমাদের ॥ বল কি করিব আমি তোমাদের তরে । তাহারা আরজ কর্যে কহিল র্তাহারে ॥ আয় খোদাবন্দ দেখ আমাদের আঁখি । করহ মেহের তুমি ইহা খুলে যাক ॥ তাহদের আঁখ ইস রহুমে চুইলো। দেখিতে পাইয়া তারা পিছনে চলিল। يسمعصممسصيصصمص -صص-.. ২১ বাব । একটা গান্ধীর উপরে সোওয়ার হইয়া ইসার বিরশালেমে যাইবার বয়ান । তারা যিৰূশালেমের নজদিগে আসিলে । জৈন্তুনের পাসে বৈৎফগীতে পেঞ্চিলে। ইসা মসি দুই জন শাগরেদে ডাকিয়া । ভেজিল সামনের গায়ে এ হুকুম দিয়া ॥ তোমরা যাইয়া ঐ সামনের বস্তিতে। বাচ্ছাওলা গাধী বান্ধ পাইবে দেখিতে। তাহাকে খুলিয়া আন আমার নজদিগে । তাতে যদি কেহ্ন কিছু কহে তোমাদিকে। তাহাকে জণ্ডাব করি বলিবে আবার । ইহাতে যে খাবিন্দের আছে দরকার। তাহাতে সে শকশ তাহা ছাড়িয়া দিবেক । ইহাতে নবীর বাৎ পূরা হইবেক ॥ “তোমরা বলহ সিয়োনের লাড় কীকে ।