পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९ ইলেকট্রিক টেলিগ্রাফ। দস্তায় যায় এবং বিদ্যুতের সম প্রভা দ্রাবক দিয়া তামায় যায় তাম হইয়। তারে যায় তার হইয়া দস্তায় আইসে ইত্যাদি। ৪৪, ১৯ প্রভৃতি পরিচ্ছেদের লিখিত বিদ্যুতের সমরিষম প্রভার(এই বলুতাইক যন্ত্রের দ্বার) দুইদিগে দুই প্রকার গতি হইয়া থাকে অর্থাৎ সম প্রভা একদিগে, এবং বিষম প্রভার তাহার বিপরীতদিগে গতি হয়, সম প্রভার পূর্বাভিমুখে গতি হইলে বিষম প্রভার পশ্চিমাভিমুখে গতি হয় জানিবেন । [এই এই প্রকার গতিতে বিদ্যুতের রাশি বা জ্যোতিঃ এবং তেজঃ (৩৭৩৮ পরিচ্ছেদের লিথিত প্রকার) সমতুল্য, কেবল তদুভয়ের গতি বিপরীত্ব মাত্র। ইলিকট্রিক টেলিগ্রাফের ভাষায় এই দস্ত খণ্ডকে (Negative Pole) বিছাতীয় বিষম প্রভাকর বলিয় থাকে, এবং তাম্রখণ্ডকে (Positive Pole) বিদ্যুতীয় সমপ্রভাকর বলিয় থাকে (আমরা বিদ্যুতের দ্বারা কিৰূপে বাৰ্ত্তাবস্থান হইয়া থাকে তাহর বিবরণ স্থলে বিশেষৰূপ প্রকাশ করিব) কেনা। ঐ