পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

l ৯৪ সংছবি ৯৫ সংছলি কাঠালের ফুল একলিঙ্গীয় –একটি শীষে কেবলমাত্র পুংলিঙ্গীয় ফুল থাকে ও আর একটিতে কেবলমাত্র স্ত্রীলিঙ্গীয় ফুল থাকে । ৯৩ সংছবিতে স্ত্রীলিঙ্গীয় ফলবিশিষ্ট একটি শীষ অঙ্কিত হইয়াছে ; পরাগপতনের পর এই শাযটি পাকিয়া কাঠাল ফলে পরিণত হয়। সুতরাং দেখা যাইতেছে যে কাঠাল ফলও নন্সে ফলসমষ্টিও নহে কিন্তু পক্ক-শীষ বিশেষ। আনারস ও এই প্রকারের ফল। এইরূপ ফলকে অপ্রকৃত ফল বলে । আমরা ডুমুরকেও ফল বলিয়া থাকি—কিন্তু ইহাকে আদৌ ফল বলা যায় না। টঙ্গ এক প্রকার পুষ্প-সন্নিবেশ তাহ পূৰ্ব্বেষ্ট বলা হইয়াছে। (৩৩ পৃষ্ঠা )। বিচি —উৰ্ব্বরীকৃত ডিম্বকোষ পাকিয়া বিচি হয় । সকল ফলের বিচি সংখ্যায় ও আয়তনে সমান নহে। কোন ফলে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বিচি থাকে—যথা, বেগুন, প্যায়রা ইত্যাদি –এবং কোন ফলে একটিমাত্র লড় বিচি থাকে—যথা, অঁাব, নিচু ইত্যাদি—তাবের বিচি তাঠির ভিতর থাকে। পূৰ্ব্ববর্ণীত ডিম্বকোষাভ্যন্তরজ উৰ্ব্বরীকৃত ডিম্ব হইতে উদ্ভিদন্ত্ৰণ স্পষ্ট হয় এবং উক্ত বিচির ভিতর থাকে । কোন কোন ফলের বিচির গায়ে অতি স্বাক্ষ্ম স্বাক্ষা সাদা সুতা থাকে— ইহা কোন কোন বিচির সর্বাঙ্গে থাকে—যথা, তুলার বিচি ( ৯৪ সংছবি )-- এবং কোন কোন বিচির অগ্রভাগে একটি গোছার মত হইয়া থাকে-—যথা, است. سیستم ع y ज er#5 FF –Spurious fruit. * I of Wäd—Embryo.