পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У o 8 উপদেশ কালো, এই আকাশ মেঘাচ্ছন্ন, আবার ক্ষণপরেই পরিচ্ছন্ন, কিছুরই , স্থিরতা নাই । কেবল তুমিই নিত্য, সত্য, নিবির্বকল্প, স্থির—কালের পরিবর্তন তোমার উপর উপদ্রব করে না, ঘটনার অস্থিরতা তোমাকে চঞ্চল করে না ; হে অক্ষয় সত্য, তুমিই সার, অটল, বিকারশূন্ত । তোমাতে অবিচলিত হই, তুমিই জীবন্ত যথার্থ দেবতা । তোমার জ্ঞানে ভুবন উজ্জ্বল, তোমার স্থকৌশল লেখনী এই নদীর রেখাকে টানিয়া সমুদ্রের দিকে লইয়। চলিয়াছে, তোমার সূক্ষ্মতত্ত্ব এই সকল বৃক্ষপত্রে, তুৰ্ব্বাদলে, এই শরীরের অঙ্গপ্রত্যঙ্গে, এই অন্তরের ভাব চিন্তাতে, এই জীবনের উত্থান পতনে, তোমার জ্ঞানগরিমা এই অনন্ত আকাশে এবং তাহার ভিতরে যত কিছু আছে। তৎসমস্তকে রচনা করিয়াছে । বাগানের ফুল, শিশুর মুখ, সাধুর হৃদয় তোমারই রচনা ; আমাদের নিয়তি তোমার অভিপ্রায় শূন্ত নহে । আমরা কি আপনার নিয়মে উঠি, বসি, বঁচি, মরি ? তোমার ইচ্ছা; অভিপ্রায়, ভাব, মতি, গতি, সূক্ষ্ম অকাট্য জালের হ্যায়। আমাদিগকে জড়াইয়াছে। সাধ্য কি তাহাকে অতিক্রম করি ? তোমার দ্বারা চালিত হইতেছি ; অথচ । আপনাকে স্বাধীন ভাবিতেছি । তোমারি চৈতন্তের উজ্জল নেত্র আমাদের সম্মুখে পশ্চাতে ধাবিত হইতেছে,