পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাকিত্ব । ס\כי র্তাহাদের সেবা করিতে হইবে ; কিন্তু পুরস্কার এবং শান্তির জন্য একাকী দীনবন্ধুর নিকট যাইবে, যিনি ভিন্ন মৃত্যুকালে কেহ সঙ্গী হইবে না, র্যাহার মত আর বন্ধু নাই । যখন সংসারে দুঃখ যন্ত্রণা পাইব, তখন একাকী গিয়া তাহাকে বলিব, “পিতা, শ্রান্ত হইয়াছি, আরাম দাও।” পিতার নিকট একাকী গিয়া সাস্তুনা পাওয়া যায়, দুঃখের সময় ঈশ্বর আসিয়া ভৃত্যকে সহায়তা দান করেন। অতএব একাকিত্ব অথবা নির্জন ঈশ্বরসহবাস-প্রিয় হইয়া ব্রাহ্মসমাজের সেবা কর। যতদূর সাধ্য সকলের সঙ্গে কৃষকের ন্তায় শ্রম যত্ন করিয়া একাকী ঈশ্বরের নিকট পুরস্কৃত হও । ।