পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 উপেন্দ্রকিশোব রচনাসমগ্র তখনই বানবেকা গাছ পাথব আনিয়া সমুদ্রেব ধাবে ফেলিতে লাগিল বিভীষণের কথা শুনিয়া বাবণ রাগের ভরে সভা হইতে চলিযা গেল। পরদিন আবার মস্ত সভা। সেদিনও খোসামুদে রাক্ষসেবা বলিল, মহাবাজ, কোন ভয নাই, যুদ্ধ করুন। আর কেবল বিভীষণ বলিল, শীঘ্র সীতাকে ফিরাইয়া দিন। সেজন্য রাবণ রাগের ভরে তাহাকে যত ইচ্ছা গালি দিয়া শেষে বলিল, ‘হতভাগা, আর কেহ যদি এই কথা বলিত, তাহা হইলে এখনই তাহাকে কাটিয়া ফেলিতাম!’ তখন বিভীষণ বলিল, মহারাজ, আপনি আমার গুরুজন। আপনাকে বুঝাইতে পারি, আমার এমন সাধ্য কি? আমার অন্যায় হইয়া থাকিলে ক্ষমা করিবেন। ভাল কথা বলিতে গেলাম, তাহাতে আপনার এত রাগ হইল। এখন আপনার যাহা ইচ্ছ, তাহাই করুন;আমি চলিলাম। এই বলিয়া বিভীষণ আর চারিজন