পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আশীর্ব্বাদ
১৬৭

কোলে তুলে লও এলে,
এ যেন কেঁদে না ফেরে,
হরষেতে না ঘটে বিষাদ,
বুকের মাঝারে নিয়ে
পরিপূর্ণ প্রাণ দিয়ে
ইহাদের কর আশীর্ব্বাদ।

তােমার কোলের কাছে
কত সাধে আসিয়াছে,
তােমা-পরে কতনা বিশ্বাস।
ওই কোল হতে খ’সে
এ যেন গাে পথে ব’সে
একদিন না ফেলে নিশ্বাস।
নতুন প্রবাসে এসে
সহস্র পথের দেশে
নীরবে চাহিছে চারিভিতে,
এত শত লোেক আছে।
এসেছে তােমারি কাছে
সংসারের পথ শুধাইতে