পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৫৪
কড়ি ও কোমল।

কত না সংকট, কত না সন্তাপ
 মানব শিশুর তরে,
কত না বিবাদ কত না বিলাপ
 মানব শিশুর ঘরে!
কত ভায়ে ভায়ে নাহি যে বিশ্বাস,
 কেহ কারে নাহি মানে,
ঈর্ষা নিশাচরী ফেলিছে নিশ্বাস
 হৃদয়ের মাঝখানে।
হৃদয়ে লুকানাে হৃদয় বেদনা,
 সংশয় আঁধারে যুঝে,
কে কাহারে আজি দিবে গাে সান্তনা,
 কে দিবে আলয় খুঁজে!
মিটাতে হইবে শােক তাপ ত্রাস,
 করিতে হইবে রণ,
পৃথিবী হইতে উঠেছে উচ্ছ্বাস—
 শােন শােন সৈন্যগণ।