পাতা:কমলাকান্ত - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৩৪
কমলাকান্তের জোবানবন্দী।

 হাকিম লিখিলেন, “জাতি ব্রাহ্মণ।” তখন উকীল জিজ্ঞাসা জিজ্ঞাসা করিলেন, “তোমার বয়স কত?”

 এজ্‌লাসে একটা ক্লক ছিল—তাহার পানে চাহিয়া হিসাব করিয়া কমলাকান্ত বলিল, “আমার বয়স ৫১ বৎসর, দুই মাস, তের দিন, চারি ঘণ্টা, পাঁচ মিনিট—”

 উকীল। কি জ্বালা। তোমার ঘণ্টা মিনিট কে চায়?

 কমলা। কেন এই মাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে, কোন কথা গোপন করিব না।

 উকীল। তোমার যা ইচ্ছা কর! আমি তোমায় পারি না। তোমার নিবাস কোথা?

 কমলা। আমার নিবাস নাই।

 উকীল। বলি, বাড়ী কোথা?

 কমলা। বাড়ী দূরে থাক্‌, আমার একটা কুঠারীও নাই।

 উকীল। তবে থাক কোথা?

 কমলা। যেখানে সেখানে।

 উকীল। একটা আড্‌ডা ত আছে?