পাতা:কর্ণানন্দ.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ఫి কর্ণানন । ঔদার্য্য ধৈর্য্য নাহি তার পর ॥ তথাহি ॥ ঐশ্বৰ্য্যস্য সমগ্ৰস্য বীৰ্য্যস্য যশসঃ শ্রিয়ঃ । জ্ঞানবৈরাগ্যয়ে৷শ্চৈব ষঃtং ভগ ইতীঙ্গন ॥ সমগ্ৰ ঐশ্বৰ্য্য আর বীর্য্য সমগ্র হয় | যশঃঞ্জিয় জ্ঞান বৈরাগ্য সমগ্ৰ নিশ্চয় । পুন রাজা কহেন শ্রীরামচন্দ্র প্রতি । এই সব কথা কহ পাইয়া পারিতি ॥ গঙ্গা যমুনার এই মহিমা শুনিতে । গুণাধিক্য কেব। তাতে কহ ত নিশ্চিতে ॥ কৃষ্ণ সৰ্ব্বারাধ্য হয় এবে যে শুনিল । শ্রীরাধিকার মহিমা শুনিতে ইচ্ছা হইল ॥ কৃষ্ণের স্বকীয়া লীলা অfর পরকীয়া । এই সব কথা কহ বিস্তার করিয়া ॥ এত শুনি রামচন্দ্র আনন্দ অন্তরে । কহিতে লাগিল৷ তাতে করিয়া বিস্তারে ॥ শুনহ। রাজন তুমি বড় প্রশ্ন কৈলে। পরম পবিত্র এই কথা নিরমলে ॥ গঙ্গার মহিমা যত শাস্ত্রে অাছে থ্যাতি । তাহ হৈতে যমুনার কোর্টিগুণ খ্যাতি ॥ শাস্ত্র পরসিদ্ধ ইহা কিছু অন্য নয় । পুরাণবচনে ইহা অtছয়ে নিশ্চয় ॥ যে যমুনার উভয় তটে মনোরম ৷ শুদ্ধস্বর্ণ বদ্ধ যাতে মাণিক্য রতন ॥ হেন সেই যমুনার পরশ মাত্রেকে । কোটি গঙ্গসমগুণ কহিল তোমাকে ॥ যমুনীর মহিমা ভাই কি কহিব আর । যাতে নিত্য লীলা করে ব্রজেন্দ্রকুমার ॥ তথাহি ॥ তন্ত্রেভিয়তট রম্যং শুদ্ধকাঞ্চননিৰ্ম্মিতং । গঙ্গাকোটিগুণপ্রোক্তং যস্য স্পর্শবরাটকঃ ॥ ইতি ॥ এবে ত কহিয়ে শুন স্ত্রীরাধার মহিমা । আপনেই কৃষ্ণ