পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৩০
কলিকাতার ইতিহাস
... প্রাতঃকালে ১২৫ জন ছাত্র।
শীলস্ ফ্রি কলেজ ... দিবাভাগে ৩০০ "
পেট্রিয়টিক কলেজ ... " ১১০ "
ওরিএন্টাল সেমিনারি(১৮২৩ খৃঃ) ৫৮৫ "
আংলো ইণ্ডিয়ান স্কুল প্রাতঃকালে ১০০ "
ইউনিয়ন স্কুল(১৭৯৩ খৃঃ)দিবাভাগে ১৮০ "
হিন্দু বেনেভলেণ্ট ইনষ্টিটিউশনদিবাভাগে ১০০ "
লিটারারি সেমিনারি ... " ৫০ "
চ্যারিটেবল মর্ণিংস্কুল ... প্রাতঃকালে ৮০ "

 এই সকল বিদ্যালয়ের মধ্যে ওরিএন্টাল সেমিনারি সবিশেষ উল্লেখযোগ্য। হাইকোর্টের প্রথম দেশীয় জজ শম্ভুনাথ পণ্ডিত, সুপ্রসিদ্ধ বাঙ্গালা-লেখক অক্ষয়কুমার দত্ত, খাতনামা ব্যারিষ্টার ডবলিউ. সি. ব্যানার্জী প্রভৃতি বহু লব্ধপ্রতিষ্ঠ ভদ্রলোক প্রথমে এই বিদ্যালয়ে শিক্ষালাভ করিয়াছিলেন। বাবু গৌরমোহন আঢ্য এই স্কুল স্থাপন করেন; এইজন্য ইহাকে সাধারণতঃ গৌরমোহন আড্ডির স্কুল বলিত। তাঁহার সম্বন্ধে একজন লেখক কলিকাতা রিভিউ পত্রে এইরূপ লিখিয়াছেন:—

 “সপ্তবিংশবর্ষ বয়ঃক্রমকালে তিনি উপার্জনের অন্য কোন সুবিধাজনক পথ না দেখিয়া স্বদেশীয়দিগের নিমিত্ত একটি স্কুল স্থাপন করিলেন এবং কয়েক বৎসর অবিচলিত অধ্যবসায়ের সহিত পরিশ্রম করিতে লাগিলেন। তৎপরে তাঁহার ছাত্রসংখ্যা যখন প্রায় ২০০ হইয়া উঠিল, সেই সময়ে তিনি টর্ণফুল নামক এক সাহেবকে অংশী করিয়া লইলেন। ইহার পর ক্রমশই তাহার স্কুলের উন্নতি হইতে লাগিল; তঁহার অংশীর মৃত্যুর পর হইতে তাঁহার নিজ