পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ষষ্ঠ অধ্যায়।
১৬১

লোকদিগের দ্বারা প্রতিষ্ঠিত হইয়াছে। তন্মধ্যে বাজার সাধারণ পুস্তকালয় ও পাঠাগার, কম্বুলিয়াটোলা বালকদিগের পাঠাগার, চৈতন্য লাইব্রেরি, কর্ণওয়ালিস স্কোয়ার পুস্তকালয় ও পাঠাগার প্রভৃতি সবিশেষ উল্লেখযোগ্য। ইহাদের প্রথম দুইটি মিলিত হইয়া এক হইয়া গিয়াছে। ইহার সর্বশ্রেণীর নর-নারীকে মান- সিক খাদ্য প্রদান করিতেছে। ইহাদের মধ্যে কোন কোনটীর নিজের বাড়ী আছে। কোন কোনটা ভাড়াটীয়া বাটীতে এবং অপর কয়েকটি ভদ্রলোকের বাসভবনে বিনা ভাড়ায় অবস্থিত। এই সকল লাইব্রেরী দ্বারা সমাজের অনেক হিত সাধন হয়। এই সকল লাইব্রেরীর যত্নে বক্তৃতার ব্যবস্থা হয়, পুস্তক পুস্তিকা মুদ্রিত হয়, আবার কখন কখন সাময়িক পত্রও প্রচারিত হয়। সাধারণতঃ এই সকল লাইব্রেরী রাজনীতির ধার ধারে না। বহু পদস্থ ইউ- রোপীয় ও দেশীয় ভদ্রলোক এই সকল পুস্তকালয়ের প্রতি বিলক্ষণ সহানুভূতি ও অনুরাগ প্রদান করিয়া থাকেন।

 এসিয়াটিক লাইব্রেরী।—সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান সমুহের মধ্যে, এসিয়াটিক সোসাইটি অব বেঙ্গল কলিকাতার মধ্যে যেমন অতি প্রাচীন, তেমনই ভারতের অত্যন্ত উপকারও করিয়াছে। ১৭৮৪ অব্দের ১৫ই জানুয়ারি তারিখে ইহা প্রতিষ্ঠিত হয়। এশিয়ার সর্বত্র মানুষে যাহা কিছু করে বা প্রকৃতি হইতে যাহা কিছু উৎপন্ন হয়, তৎসমস্তের অনুসন্ধান করাই ইহার উদ্দেশ্য। ওয়ারেন হেষ্টিংস ইহার প্রথম পেট্রন ও উইলিয়াম জোনস্ ইহার প্রথম প্রেসিডেণ্ট। ইহা দ্বারা যে সমস্ত নানাপ্রকারের ও বহুসংখ্যক উপকার সাধিত হইয়াছে, অল্প কথায় তাহা বুঝান দুঃসাধ্য। গবেষণা- বিষয়ে ইহার উপকারিতার তুলনা নাই। সংস্কৃত বিদ্যার পূনরভ্যুদয়