পাতা:কলিকাতার ইতিহাস.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y ጫ ► কলিকাতার ইতিহাস । কৰ্ম্মচারিগণের নিয়োজিত মূলধন, রাজা তৃতীয় জন্ধের সময়ের ৩৩ আইনের ৫২ম অধ্যায়ানুসারে প্রদত্ত টনেজ হিসাবে অপরাপর ব্যক্তিত্বারা চালানি মাল, এবং বঙ্গ হইতে,পণ্যদ্র , ইংলওে লইয়া যাইবার এবং তথা হইতে ইউরোপীয় পণ্যদ্রব্য লইয়া প্রত্যাগত হইবার অনুমতিপ্রাপ্ত দেশীয় জাহাজের মাল ধরা হইয় থাকে। ২ । ফরেন ইউরোপ নাrম অভিহিত ইউরোপের অপরাপর অংশের সহিত অর্থাৎ ডেন্মার্ক, হামবর্গ, লিসবন, ম্যাডিরা, কাডিজ প্রভৃতি স্থানের সহিত বাণিজ্য । ৩ । আমেরিকার অন্তর্গত ইউনাইটেড ষ্টেটুস্ নামক রাষ্ট্যের সহিত বাণিজ্য । ৪ । বুটিশ ( জর্থাৎ বুটলাধিকৃত , এসিয়ুর সহিত বাণিজ্য ; ১৮০১ সালে নিম্নলিখিত স্থানগুলি উছার অন্তর্ভুক্ত ছিল ; ঐ সময়ের পরে নূতন কতকগুলি স্থান অধিকৃত হইলেও পুৰ্ব্বের সেই ব্যবস্থাই চলিতেছে : ( ) মালাবার উপকূল ; দক্ষিণ ভারত-উপদ্বীপের সমগ্র পশ্চিমাংশ ইহার অন্তর্ভুক্ত । (২) করমণ্ডল উপকূল ; সমগ্ৰ পূৰ্ব্ব উপকূলভাগ ইহার জন্তর্ভুক্ত । { ৩ ) সিংহলদ্বীপ। ( 4 ) সুমাত্রার উপকূল t ৫ । ১৮৯১ সালে ফরেন (অর্থাৎ বৃটিশ অধিকারের বহির্ভূত) এসিয়া নামে পরিচিত নিম্নলিখিত স্থানগুলির সহিত বাণিজ্য ; ইহাঙ্গের মধ্যে কয়েকটি স্থান পরে বৃটিশ অধিকারভুক্ত হইলেও পুৰ্ব্ব ৰাৰস্থাই চলিতেছে :–