পাতা:কলিকাতার ইতিহাস.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম অধ্যায়।
২৮৭

ইহা পণ্ডিত কালীপ্রসন্ন কাব্যবিশারদকে বিক্রয় করা হয়। তিনিই ইহার বর্তমান সম্পাদক। তাঁহার সুদক্ষ পরিচালনগুণে হিতবাদী ৩০ ইইতে ৪০ সহস্র গ্রাহক সংগ্রহ করিতে সমর্থ হইয়াছে। পণ্ডিত কালীপ্রসন্ন নানাবিষয়ে সুপণ্ডিত। তিনি কেবল বাঙ্গালা গদ্য রচনাতেই সুদক্ষ নহেন, পদ্য রচনাতেও সুনিপুণ। তিনি কেবল সংস্কৃত ভাষায় সুপণ্ডিত নহেন, ইংরাজীতেও সুশিক্ষিত।

 সঞ্জীবনী-একখানি বাঙ্গালা সাপ্তাহিক সংবাদপত্র। সাধারণ ব্রাহ্মসমাজভুক্ত উন্নতশ্রেণীর ব্রাহ্মদিগের যত্নে ইহার জন্ম। সিটি কলেজের সুযোগ্য অধ্যক্ষ শ্রী যুক্ত কৃষ্ণকুমার মিত্র ইহার বর্ত্তমান সম্পাদক। ব্রাহ্মদিগের স্বার্থসংরক্ষণ ইহার উদ্দেশ্য হইলেও, যাহাতে সর্বশ্রেণীর লোকের হিতসাধন হইতে পারে, এরূপ বহু বিষয় অপক্ষপাতে ও যুক্তি সঙ্গত ভাবে ইহাতে আলোচিত হইয়া থাকে। অতি উদার নীতিতে এবং অত্যন্ত সুবুদ্ধিসহকারে ইহা পরিচালিত হইয়া থাকে।

 এতদ্ব্যতীত আরও অনেকগুলি সংবাদপত্র ও সাময়িক পত্র আছে। এস্থলে সে সকলের উল্লেখ করা হইল না। দুঃখের বিষয় এই যে, স্থানাভাববশতঃ “ভারতী” “নব্যভারত” প্রভৃতি উচ্চশ্রেণীর পত্রগুলির নামোল্লেখ পর্য্যন্ত করিতে পারিলাম না। এই কাগজগুলি অতিশয় দক্ষতা ও যোগ্যতার সহিত পরিচালিত হইয়া থাকে।

 ধর্ম্ম, শিল্প, বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি মানব-জ্ঞানক্ষেত্রের তাবৎ বিষয়ে হিন্দুজাতি যে মানসিক ক্রিয়াশীলতার পরিচয় দিয়াছেন, একটি অধ্যায়ে তাহার সবিস্তার আলোচনা করা দুঃসাধ্য। ৺রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর ১৮২২ খৃষ্টাব্দে তাঁহার সুবিখ্যাত সংস্কৃত অভিধান শব্দকল্পদ্রুমের প্রথম খণ্ড প্রকাশ করেন। উহা পরে ক্রমান্বয়ে