পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম অধ্যায়।
৩০৭
পত্রের নাম। কখন প্রথম
প্রকাশিত হয়।
কত দিন
জীবীত ছিল।
সম্পাদকের নাম। মাসিক মূল্য।
 সর্ব্বরসরঞ্জিনী
 জগদ্বন্ধু পত্রিকা  ১৮৪৬  ২ বৎসর  সীতানাথ ঘোষ প্রভৃতি
 সত্যার্ণব  ১৮৫৫  ৫ “  রেভারেণ্ড ডবলিউ স্মিথ্  ৴১০
 পাষণ্ডপীড়ন  ১ “  ঈশ্বরচন্দ্র গুপ্ত
 সমাচার-জ্ঞানদর্পণ  ৩ “  উমাকান্ত চট্টোপাধ্যায়
 জগদ্দীপক ভাস্কর  মৌলবী রজরালি   ৷৹
 নিত্যধর্ম্মরঞ্জিকা  নন্দকুমার কবিরত্ন  ৷৷৹
 ভৈরব দ্বন্দ্ব
 দুর্জ্জন-দমন মহানবমী  মথুরানাথ গুহ
 কাব্যরত্নাকর  ১৮৪৭  ১ “  উমাকান্ত ভট্টাচার্য্য
 জ্ঞানাঞ্জন  ১ “  চৈতন্যচরণ অধিকারী
 হিন্দুধর্ম্ম-চন্দ্রোদয়  ১ “  হরিনারায়ণ গোস্বামী
 রঙ্গপুর-বার্ত্তাবহ  গুরুচরণ রায়   ৷৹
 জ্ঞানসঞ্চারিণী  ২ “  গঙ্গানারায়ণ বসু   ৷৹
 সাধুরঞ্জন  ১৮৪৭  ২ “  ঈশ্বরচন্দ্র গুপ্ত   ৷৹