পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম অধ্যায়।
৩০৯
পত্রের নাম। কখন প্রথম
প্রকাশিত হয়।
কত দিন
জীবীত ছিল।
সম্পাদকের নাম। মাসিক মূল্য।
 রসমুদ্গর  ১৮৪৯  গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায়
 রসসাগর  ১৮৪৯  ৫ বৎসর  রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
 রসরত্নাকর  যদুনাথ পাল
 সুজনরঞ্জন  গোবিন্দচন্দ্র গুপ্ত
 মহাজন-দর্পণ  জয়কালী বসু
 কৌস্তভ-কিরণ  রাজনারায়ণ মিত্র
 জ্ঞানপ্রদায়িনী  বিশ্বেশ্বর বন্দ্যোপাধ্যায়  
 সত্যধর্ম্মপ্রকাশিকা  গোবিন্দচন্দ্র দে
 সর্ব্বশুভঙ্করী  ১৮৪৯  ৫ “  মতিলাল চট্টোপাধ্যায়  
 সত্যপ্রদীপ  ১ “  এম্, টাউন্, সেণ্ড্  ৷৷৹
 সংবাদবর্দ্ধমান  কালিদাস বন্দ্যোপাধ্যায়  ৷৷৹
 বর্দ্ধমান-চন্দ্রোদয়  রামরত্ন চট্টোপাধ্যায়
 সংবাদ-সুধাংশু  ১৮৫২  ১ “  রেভারেণ্ড কে, এম, বন্দ্যোপাধ্যায়   ৷৹
 উপদেশক  ৯ “  রেভারেণ্ড জে, ওয়েঞ্জার  ৵৹
 সঞ্চারিণী  ২ “  শ্যামাচরণ বসু