পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২০
কলিকাতার ইতিহাস

একটি সুরম্য কোট পরিধান করেন এবং মহিলাদিগকে শিষ্টাচারসূচক দর্শনদানে গমন করেন। অতঃপর তিনি ১০ টার কিঞ্চিৎ পুর্বে প্রতাগত হন, কারণ ১০ টার সময় নৈশ আহার পরিবেশিত হইয়া থাকে। আহারার্থ সমবেত বন্ধু বান্ধবদল রাত্রি ১২টা ১টা পর্যন্ত তথায় থাকেন এবং যথাসম্ভব ধীরতা ও ভদ্রতা রক্ষা করেন। অনস্তর তাঁহার প্রস্থান করিলে প্রভু শয়নমন্দিরে নীত হন। তথায় তিনি দেখিতে পান যে, একটা সঙ্গিনী তাহাকে আমোদিত করিবার জন্য প্রতীক্ষা করিতেছে; তঁহার সহবাসে প্রভু প্রাতে ৭টা ৮টা পর্যন্ত অতিবাহিত করেন। ইহা অপেক্ষা কিছুমাত্র অধিক ক্লেশ স্বীকার না করিয়া কোম্পানির কর্মচারীরা অগাধ ধন সঞ্চয় করিয়া থাকেন। সে সময়ে সামান্য কেরাণী হইতে স্বয়ং গভর্ণর জেনারেল পর্যন্ত সকল শ্রেণীর মধ্যে ও সৰ্বত্র হুঁকার সমধিক প্রচলন ছিল। গভর্ণর জেনারেল ও তৎপত্নী কর্তৃক প্রচারিত একখানি নিমন্ত্রণ পত্রের মর্ম্ম এস্থলে প্রদত্ত হইল। তাহা হইতেই এ কথাটী প্রতিপন্ন হইবে।

 “মিষ্টার ও মিসেস হেষ্টিংস্••• •• •• ••কে অভিবাদন জানাইতেছেন এবং প্রার্থনা করিতেছেন যে, আগামী বৃহস্পতিবারে মিসেস হেষ্টিংসের সহরের বাটীতে যে কন্সার্ট ও নৈশভোজ হইবে, তাহাতে তিনি অনুগ্রহ করিয়া উপস্থিত হইবেন। ১লা অক্টোবর। ১৭৭৯।

{gap}}কন্সার্ট আটটার সময় আরম্ভ হইবে। মিষ্টার...••••••কে অনুরোধ করা যাইতেছে, যে, তিনি যেন আপনার হুঁকাবরদার ব্যতীত অপর কোনও ভৃত্যকে সঙ্গে করিয়া না আসেন।

{gap}}ওয়াল্টার হামিল্টন বলেন, তদানীন্তন কলিকাতাবাসী ইউ-