পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৩২
কলিকাতার ইতিহাস

চলিতে দেওয়া হইত[১] পাণ্ডিই সুবিধাজনক যানরূপে সমধিক ব্যবহৃত হইত। ষ্টার্ণডেল সাহেব লিখিয়াছেন যে, পাক্তিবাহকেরা চৌরঙ্গি যাইতে হইলে দ্বিগুণ ভাড়া চাহিত, কারণ চৌরঙ্গি তখন সহরের বাহির বলিয়া বিবেচিত হইত

 ষ্টার্ণডেল সাহেব লিখিয়াছেন,— “এক শতাব্দী পূর্বে এক বিষয়ে কলিকাতার অবস্থা বর্তমান সময় অপেক্ষা ভাল ছিল।” তিনি কলিকাতার আটটি হোটেলের অস্তিত্বের উল্লেখ করিয়াছেন; যথা,—(১) লণ্ডন;; ২) হার্ম্মনিক;—বর্তমান পুলিশ কোর্টের বাটী ইহার স্থান অধিকার করিয়াছে; ' (৩) ইউনিয়ন্; (৪) সেণ্ট পল্‌স গির্জার নিকট রাইটের নিউ ট্যাভার্ণ; (৫) কলিকাতা এক্সচেঞ্জ; (৬) ক্রাউন এণ্ড য্যাঙ্কর, - বর্তমান এক্সচেঞ্জ বাটী; (৭) বেয়ার্ডের হোটেল; এবং (৮) ডেকার্স লেনে মুরের ট্যাভার্ণ (ডেকার্স লেন সে সময়ে একটি সৌখীন অঞ্চল বলিয়া গণ্য ছিল)। গ্যালে নামক ফরাসীয় ট্যাভার্ণ প্রাতরাশ ও অন্যান্ত প্রকার খানার জন্য প্রসিদ্ধ ছিল এতদ্ব্যতীত, ১৮০০ অব্দে ১১টি “পঞ্চ-হাউস” (এক প্রকার শুঁড়িখানা) ছিল, এবং নানা দেশীয় কয়েকজন সাহেব নাবিকদিগের ও অন্যান্য লোকের নিমিত্ত

  1. ১৮০৫ খৃষ্টাব্দের ১৬ই এপ্রেল তারিখের ‘বেঙ্গন হরকরা' পত্রে লিখিত আছে:—
     “কয়েক সপ্তাহ গত হইল, হাটেনম্যান সাহেব স্বীয় পত্নী ও তিনটি সন্তান সমভিব্যাহারে একখানি গাড়ীতে বাড়ী ফিরিতেছিলেন। তাঁহারা এসপ্লানেড রো নামক স্থানে পুষ্করিণীর অপর দিকে একটা হস্তী দেখিতে পাইলেন, হাতী দেখিয়া ঘোড়া দুইটা খেপিয়া গেল এবং গাড়ীখানা ব্র্যাডি সাহেবের বাড়ীর সন্নিহিত শিকলের উপর লইয়া ফেলিল; তাহাতে গাড়ী উল্টাইয়া গেল।”