পাতা:কলিকাতার ইতিহাস.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কলিকাতার ইতিহাস।

নগরই কলিকাতার সহিত তুলনীয় নহে,—তুলনীয় হইতে পারে। কলিকাতা যে কেবল ভারতসাম্রাজ্যের রাজধানী ও সেই সূত্রে ভারতের সর্বপ্রধান শাসনকর্তার ও বঙ্গরাজ্যের প্রাদেশিক শাসনকর্তার প্রধান বাসস্থান, তাহা নহে, প্রত্যুত ইহাকে সমগ্র বৃটিশ সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী বলা যাইতে পারে। ইতিহাসপাঠকমাত্রেই অবগত আছেন যে, প্রথমে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি দুইটীর গঠন হয়। সুতরাং প্রথম অবস্থায় কলিকাতা উক্ত দুইটা প্রাচীনতর প্রেসিডেন্সির অধীন ছিল। ১৭০৪ খৃষ্টাব্দে কলিকাতাও একটী প্রেসিডেন্সি নগরে পরিণত এবং অপর দুইটা প্রেসিডেন্সির প্রায় তুল্য অবস্থাতে উন্নীত হয়।

 অনন্তর ১৭৭৩ খৃষ্টাব্দে ইংলণ্ডের পার্লামেণ্ট নামক মহাসভা “ইণ্ডিয়ান রেগুলেটিঙ য়্যাক্ট” নামে একটি আইন বিধিবদ্ধ করেন। তদ্বারা বাঙ্গালা প্রেসিডেন্সির প্রধান কর্মকর্তা ভারতবর্ষের গভর্ণর জেনারেল উপাধি পাইয়া ভারতের সর্বপ্রধান শাসনকর্তা নিযুক্ত হইলেন, এবং একজন প্রধান বিচারপতি ও তিনজন অধস্তন বিচারপতি সহ সুপ্রীমকোর্ট নামে একটি বিচারালয় স্থাপিত হইল। ঐ সকল বিচারপতি নিযুক্ত করিবার ক্ষমতা ইংলণ্ডেশ্বরের নিজ হস্তে স্ত হয়। তদ্ভিন্ন বাঙ্গালা প্রেসিডেন্সিকে ভারতের অপর দুইটা প্রেসিডেন্সির উপর প্রাধান্য অর্পিত হয়। সুতরাং তদবধি বঙ্গীয় কাউন্সিল (অর্থাৎ মন্ত্রিসমাজ) অন্যান্য প্রেসিডেন্সির উপর প্রভুত্ব করিতে লাগিল। কেবল রাজধানী বলিয়া নহে, প্রত্যুত অন্যান্য অনেক কারণে, কলিকাতা ভারতীয় অপরাপর নগরের অগ্রী। অধুনা ইহা বাণিজ্যের কেন্দ্রস্থল এবং উচ্চবংশীয় ও ধনাঢ্যদিগের সর্ব্বদা গতিবিধির স্থান। পূর্বে যেস্থলে কয়েক ক্ষুদ্র ক্ষুদ্র