পাতা:কল্পনা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মম  সংগীত তব অঙ্গে অঙ্গে 
দিয়েছি জড়ায়ে জড়ায়ে―
তুমি  আমারি যে তুমি আমারি,
মম  জীবন-মরণ-বিহারী।

৯ আশ্বিন ১৩০৪ চলন বিল। ঝড়বৃষ্টি