পাতা:কাদম্বরী নাটক.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विजैङ्ग अज्ञ । *

    • * ,

সেইজন্যে আমি কেদার বাবুর বিবাহের ‘অনারে ড্রিঙ্ক” করি, “এ প্রস্পারাস ম্যারেজ টু মিষ্টার কেদার”। ( কেদার ব্যতীত সকলের মদ্যপান ) কেদার । অামি জানি; সে বিবাহ হবে না। অামার ইচ্ছা ও নাই, বিবাহ কৰ্ত্তে। কিন্তু আমার দুই বন্ধুর বিবাহ হইয়াছে। অামি র্তাহীদের স্ত্রীর “ছেলখড়িঙ্ক"করি । কালি । এইভ বাবা, এদিকে বিবাহ করবেনা, বাঙ্গালী স্ত্রীলোক পছন্দ হয় না, অপমাদেরো পছন্দ হয় না, কিন্তু আমাদের স্ত্রীকে তুমি বেসত পছন্দ কর!“বাইরনেরপ্রিন্সিপাল”কি জান “লাভ নটইওর নেবার স, বাটলাভইওর নেবারস ওয়াইভস।” কেদার। “অল অনার ডিউ টু দি ফেয়ারীর সেক্স ” দেশয়ারি । তাঁর ইংরাজি কাজ কি বাবা, বঙ্গীলা কথা কও। যা দুটো একটা বুঝতে পারি। কালি। ওহে পাটা টাটা কিছু আছে ? কেদার। প্রস্তুত নেই, বলত “অর্ডার” করে দিই। দোয়ারি । সে কাজ নেই, তুমি মোছনমানের দোকান থেকে কিছু কাবাব অমৃতে বলে। তা নাহলে পাটা তয়েরি কত্তে রীত্তির দুকুর হবে। কেদার। কালি, তোমার কাবা খেতে কোন অবজেক্সন"নেই ? কালি। মা “অবজেক্সন” নেই ; কিন্তু মেছলমান বেটারা পটার নাম করে প্রায় গৰু দেয়! দোয়ারি। তুই বাবা, ওঠ, তেীর মদ খেয়ে কাজ নেই । মা সরস্বতি খাবিনীত খাবি কি ? খাবি খাবি ? কালি । খাবি খেয়ে কাজনেই, আর একটু একটু মধু ঢাল । ( দোয়ারি সকলকে ঢালিয়া দিয়া, সকলের সহিত (গ্লাসে গ্ল্যাসে ঠেকিণইয়া মদ্যপান ) , ' ့ ့ မ်ဳိးႏိုင္ဆို *ု႕ႏို