পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। SRS সেই মুখ, সেই অন্তঃকরণ, কিছুই পরিবর্ত হয় নাই। পুনৰ্ব্বার সাক্ষাৎ হইলেই যে মনোগত অনুরাগ প্রকাশ করিয়া তাহাকে প্রণয়পাশে বদ্ধ করিতে পারিব, তাহারই বা প্রমাণ কি ? যাহা হউক, এক্ষণে সখীজনের যাহা কৰ্ত্তব্য, কর । এই বলিয়া আমাকে পঠাইয়া দিলেন। ফলতঃ গন্ধৰ্ব্বরাজকুমারীর সেইরূপ অবস্থা দেখিয়া তৎকালে তথা হইতে আপনার প্রত্যাগমন করায় নিতান্ত নিঃস্নেহত প্রকাশ হইয়াছে। এটি যুবরাজের উপযুক্ত কৰ্ম্ম হয় নাই। এই কথা বলিয়া পত্ৰলেখা ক্ষান্ত হইল। ৭