পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SAల কাদম্বরী । তিনি কখন এই হতভাগ্যকে কি স্মরণ করিয়া থাকেন ? আমার দারুণ দৈবদুৰ্ব্বিপাকের কথা শুনিয়া কি বলিলেন ? বোধ হয়, অতিশয় কুপিত হইয়! থাকিবেন। ২ কপিঙ্গল আসনে উপবেশন ও মুখ প্রক্ষালন পূর্বক শ্রান্তি দূর করিয়া কহিলেন ভগবান কুশলে আছেন এবং দিব্য চক্ষু দ্বারা আমাদিগের সমুদায় বৃত্তান্ত অবগত হইয়া প্রতীকারের নিমিত্ত এক ক্রিয়া আরম্ভ করিয়াছেন । ক্রিয়ার প্রভাবে আমি ঘোটক রূপ পরিত্যাগ করিয়া তাহার নিকটে উপস্থিত হইয়াছিলাম । আমাকে বিষণ্ণ ও ভীত দেখিয়া কহিলেন বৎস কপিঞ্জল। যে ঘটনা উপস্থিত, তাহাতে তোমাদিগের কোন দোষ নাই। আমি উহ! অগ্রে জানিতে পারিয়াও প্রতীকারের কোন চেষ্টা করি নাই। অতএব আমারই দোষ বলিতে হইবেক । এই দেখ, বৎস পুওরীকের আয়ুষ্কর কৰ্ম্ম আরম্ভ করিয়াছি, ইহা সিদ্ধপ্রায় ; যত দিন সমাপ্ত না হয় তুমি এই স্থানে অবস্থিতি কর ; বলিয়া আমার ভয় ভঞ্জন করিয়া দিলেন। আমি তখন নির্ভয়চিত্তে নিবেদন করিলাম তাত ! পুণ্ডরীক যে স্থানে জন্ম গ্রহণ করিয়াছেন অনুগ্রহপূর্বক আমাকে তথায় যাইতে অনুমতি করুন। তিনি বলিলেন বৎস! তোমার সখা শুকজাতিতে পতিত হইয়াছেন। এক্ষণে তুমি তাহাকে চিনিতে পারবে না। তাহারও তোমাকে দেখিয়া মিত্র বলিয়া প্রত্যভিজ্ঞা হইবে না। অদ্য প্রাতঃকালে আমাকে ডাকিয়া কহিলেন বৎস! তোমার সখা মহর্ষি জাবালির আশ্রমে আছেন। পূৰ্ব্বজন্মের সমুদায় বৃত্তান্ত র্তাহার স্মৃতিপথবর্তী হইয়াছে। এক্ষণে তোমাকে দেখিলেই চিনিতে পারিবেন। অতএব