পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘনাইত নিস্তব্ধতা দূর ঝটিকার, নদীতীরে মেঘে বনে হ’ত একাকার । এলোকেশ মুখে তা’র পড়িত নামিয়া, নয়নে সজল বাষ্প রহিত থামিয়া । জীবনমরণময় স্তগস্তার কথা, অরণ্য-মৰ্ম্মরসম মৰ্ম্ম-ব্যাকুলত, ইহপরকালব্যাপী সুমহান প্রাণ, উচ্ছসিত উচ্চ তাশা, মহন্দ্রের গান, বৃহৎ বিষাদ ছায়া, বিরত গভার, প্রচ্ছন্ন হৃদয়রুদ্ধ আকাঙক্ষী অধীর, বর্ণন-অতীত যত অস্ফট বচন, নিৰ্জ্জন ফেলিত ছেয়ে মেঘের মতন যথা দিবা-অবসানে, নিশীথ-নিলয়ে বিশ্ব দেখা দেয় তার গ্রহ তারা লয়ে', হাস্যপরিহাসমুক্ত হৃদয়ে আমার দেখিত সে অন্তহীন জগৎ বিস্তার । ミ>bア