পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথে পথে থাম, যারে তুমি বিদায় দিয়েছ তা’রে আর ফিরে” চেয়ে না অশ্রড-সজল ভৈরবী অার গেয়ো না । প্রথম প্রভাতে চলিবার পথ নয়ন-বাম্পে ছেয়ো না ! কুহক রাগিণী এখনি কেন গো পথিকের প্রাণ বিবশে ? এখনো উঠিবে প্রখর তপন দিবসে s রাক্ষসা সেই তিমির রজনী না জানি কোথায় নিবসে ! শুধু একবার ডাকি নাম তার নবীন জীবন ভরিয়া ! র্যার বল পেয়ে সংসার-পথ তরিয়া, মানবের গুরু মহৎ জনের চরণ-চিহ্ন ধরিয়া । ○どb"