পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমীঙ্ক । &Ꮼ পেরুরাম। দুজনেই চলে গ্যাছে আমিও আমার পথ দেখি । ও ব্যাটা যে রকম গোয়ার লোক দেখছি—আবার কখন ঠুকে টুকে দেবে। গিন্নি এ রকম মানুষকে যে ছাড়িয়ে দেবে, তাতে আর আশ্চৰ্য্য কি ? ( হুড়হুড়িতে একটা বোদাম ছিড়িয়া ইতি পূর্বে পড়ায় তাহা টেবিলের নীচে অন্বেষণ ।) পূর্ণর পুনঃপ্রবেশ । পেরু । ( টেবিলের নীচে.হইতে উঠিবার সময় পূর্ণকে সম্মুখে দৰ্শন।) পূর্ণ। (ক্রদ্ধ হইয়া) আজ যে রকম ব্যাপার ঘটেছে, তাতে আর এ কলঙ্ক কিসে যাবে ?—এই তলবার দিয়ে— পেরু । (ভয়ে ) ও বাবারে । আমাকে মারিস, নে বাবা! তোর পায়ে পড়ি বাবা ! তোর কৰ্ম্ম তোকে ছেড়ে দিচ্চি বাবা !