পাতা:কিশোরদের মন.djvu/৩০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কিশোরদের মন

ছোট্ট দুটি জীবন্ত মুগুরের আনন্দের চীৎকারে সিঁড়িঘরের হাওয়ার স্তম্ভটা চুর্ণ হয়ে যেত!

 ছাদে উঠে সুবিনয় বলত,—“তু-ই জিতেছিস্‌ বিমল! দাদা হওয়া আমার কাজ নয়। আমি ছিলেম ওদের শুধু ছবির বইয়ের দাদা। ওরা আমাকে এখন একেবারে ভুলেছে।

 ছবি, খেলা, পড়া, খাওয়া, নাওয়া, গান; তুই কি করে এত জানিস্‌?…—তুই একটা Hexagon.”

 বিমল বল্‌ত,—“দাঁড়া! এখনো বাকী আছে।—

 রেণু, মণ্টু, দাঁড়াও ত, এখন তোমাদের প্যারেড্‌ হবে।

 তা’ পরে পূজোর আরতির পর মা চা পাঠিয়ে দেবেন,—বল্‌ এখন, Octagon বল্‌বি কি না?”

১৫