পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ുജ്ജ ( ৯২ ) উদর। ভালই খেতে পায় না—মন্দ সামগ্ৰী খেতে পাবে না কেন ? তুই মাগি ভারি দুষ্ট, আমার অখ্যাত কচ্চিস্। সুমতি। তুমি একে নে যাও, আর রঙ্গে কাষ নাই। উদর। কি আপদ, ওকে নে গে কি হবে ? ও কি খেতে শিখেছে ? (শিশুর প্রতি) কেমন রে, তুই ফলার কৰ্ত্তে শিখিছিস্ ? শিশু। (চক্ষুর জল মুছিয়) ই শিকিচি। উদর । আচ্ছা, বল দেখি কেমন শিখিছিস্ ফলারে গে কি খাবি ?? শিশু । বাবা, “আমি পরমান্ন খাব ? । উদর। দেখলি মাগি, দেখলি ; ও বানর-ওর কি বুদ্ধি আছে ? ফলারে কি পরমান্ন থাকে ? (শিশুর প্রতি) ওরে মুচি, মতিচুর, সন্দেশ, দই, এই সকল আছে, এরমধ্যে এ আগে কি খাবি ?? শিশু। আমি আগে দই খাব’ । উদর। (শিশুকে চপেটাঘাত পূৰ্ব্বক) মরে যা, এমন সন্তান থাকা চ্চেয়ে না থাক ভাল ! আগে দই খেলে কি আর কিছু খেতে পারে ? [রোরুদ্যমান শিশুকে অভিমানে ক্রোড়ে নিয়া গৃহে মুমতির প্রস্থান। যাকু উৎপাত গেল, এখন আমি যাই (পথে গমন) ప్టోటైఙx***