পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( సిరిసి ) জাহ্লবী । কিলো কিশোরি, কি বলচিস বল না শুনি ? কিশোরী। বড় দিদি বলি এমন কিচু নয়, তোর কথাই বলচি, বলি তোর কি কপাল ! জাহ্লবী । কেন লো, আমার আবার কপাল কেমন ? কিশোরী। (করতালি প্রদান পূৰ্ব্বক) এই “ যেমন দেবী তেমনি দেবী ‘’ মিলেচে ভাল । শাস্তুৰী। (জাহ্লবীকে অধোমুখী দেখিয়া) ত চল না ভাই, ঘরে গে বাবাকে বলি - এমন বে কি না দিলেই হয় না ! কামিনী। বাবা কি কবে ভাই ? তার দোষ কি ? সেই বল্লালে বেটাই যতো নষ্টের গোড় । শাম্ভবী। সে কি ? ও কথা বলিসনে বাবারই সব দোষ ; তিনি কেন কুলের কাটা ফেলে যোগ্যবরে আমাদিগকে দিলেন না ; তা যাহোঁক বড়দিদি এ বের ফল কি বল দেখি শুনি । জাহ্লবী । ফল নাই এমন কথা ! দ্বাদশীর দিন শ্বকালেই নারিকেল,শশা, কল, কতোফল আছে। শুনিতে পারি না আর ঘরে ষাই চল এ বিয়া হইলে মাত্র একাদশী ফল ॥ [সকলের প্রস্থান । Ꭻ