পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( SSS ) বসু* হীন হলো রবি করি বিতরণ ॥ অম্বর+ ত্যজিয়া পড়ে জলধির জলে । কেবল বারুণী বহু সেবনের ফলে । অতি বেগে স্থৰ্যমণ্ডল সুদূর গগনতল হইতে জলমধ্যে পতিত হইলে তাহার অভিঘাত জন্য সমুথিত জল বিন্দু সকল কি তারকারে পরিণত হইয়া আকাশমণ্ডল সুশোভিত করিতেছে ? অয়মেতি বিস্তৃতকরং পুরতে দ্বিজরাজইত্যতিভয়াৎ কৃপণঃ। বিরলীবভূব রবিরাত্তবস্থনহি যাচকেহভিমুখত সুলভ । দ্বিজরাজ সমাগত কর|প্রসারিয়া । দেখি বসু নিয়া রবি গেল পলাইয়৷ ৷ একথা যথার্থ বটে নাহিক সংশয় । কৃপণ যাচকে দেখি সংকুচিত হয়। জগতীতল এক্ষণ অস্মাদৃশ বিয়োগি ব্যক্তির হৃদয়ে নিজতাপ সমুহ সমৰ্পিত করিয়াই কি স্বয়ং সুশীতল হইল; অহহ ! বিরহিজন সন্তাপনে কাহারও সংকোচ নাই! যিনি নিৰ্ম্মল কাবেরী বারিপুরে আপ্লত হইয় পরম

  • কিরণ ও ধন আকাশ ও বস্তু। : পশ্চিমদিক্ চ মদ্য। ই চন্দ্র ও ব্রাহ্মণ। | কিরণ ও হস্ত । ৭ কিরণ ও ধন |