পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) দুই তারপর তার রঙ্গ দেখে হরিভক্তি উড়ে গেল ! ! যশোদ। কেনলে, কি হলো বল দেখি শুনি ? ফুল। (সাক্ষেপে) শ্বসব্যস্ত হলো সবে জামাই দেখিয়া । বাহিরে বসিতে দিল গলিচ পাতিয় ॥ ধনুভঙ্গ পণে কহে সব বিদ্যমানে । • ব্যাভার পাইলে তবে পাধোবে। এখানে । শুনিয়া জননী মোর বড়ই দুঃখিনী । খাণ্ডু বাধা দিয়া কিছু আনিল আপনি । টাকা হাতে করি কাকা গিয়ে তাকে দিল । এমনি কুলের ধৰ্ম্ম তবে পা ধুয়িল। অল্প হলো বলে তবু মুখ যুরাইয়া। কহিল দুৰ্ব্বাক্য কতো বাটালি কাটিয়া ॥ জলপান সহ পান সাজায়ে পাঠাই । সে এমন তার মন তবু পেতে নাই । জামায়ের আগমনে জননী তৎপর। খাদ্যদ্রব্য আয়োজন করিলা বিস্তর ॥ যতন করিয়া দিদি বাড়িলেন ভাত । দাদা গিয়া আনিলেন ধরে তার হাত ॥