পাতা:কৌত্তক বিলাস.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌত্তক বিলাস । సిసి রাজার কথরঃ শুনি দ্বিজ কনঃ কিঞ্চিত বিলম্ব কর । সবুরেতে মেওয়া ফল যায় পাওয়া কহে ইহা পুৰ্ব্বাপর নৃপ কহে হাসি তোমারে জিজ্ঞাসি সবুরেতে মেওয়া ফলে । তাহার কারণ করিৰ শুবণঃ সভাজন এ সকলে ঐশ্যাম রাজায়ঃ বিশেষ বুঝায় বিস্তার করিয়া তত্ত। বনমালী দ্বিজ ত্যজি অন্য কায শুবণে হুইল মত্ত। ' সবুরে মেওয়া ফলে। পয়ার। তৈলঙ্গ নগরে থাম এক দ্বিজবর। রামানন্দ নাম তার দুঃখিত অন্তর। আপনি ব্রাহ্মণী মাত্র এই পরিজন । ভিক্ষার উপর তার উদর পোষণ ॥ সদা নির নন্দ মনে অর্থের বিহীনে। নারীর গঞ্জনা তহে দহে ক্তাগুনো সদাই লাঞ্ছন তারে করে সিমন্তিনী। আন্ম নাদ পরমাদ বিবাদ বাদিনী ॥ বলয়ে থাকিতে পতি হয়েছি বিধবা । লোহ খাড় হাতেদে আয়ৎ রাখে কেব। হেটে কানি অভাগিনী পেটে অন্ন নাই ভাল মন্দ কোন দ্রব্য জন্মিয় না খাই। কাল মুখ লোকে দেয় চুন কালি গালে । এমন অভাগ৷ পতি আমার কপালে ৷ ভিক্ষাকরে দ্বারেং দিব। অবসানে। আসিবা মাত্রেতে দ্বিজ আপন সদনে পাদ্য আদি দূরে থাকসে কথাকে ধরে। অবিরত কটুভাষে তির কার করে। ঠিশ মিশ আর্গনশি বিমরিষ মন লাঞ্ছনা করয়ে রাম সদাসৰ্ব্ব . ক্ষণ পিপাসায় যদি চায় দ্বিজবর বারি। কখন সম্মুখে