পাতা:কৌত্তক বিলাস.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোত্তক বিলাস । تو \{c\ রাজার সহিত জহরির মিলুন। পয়ার। এক দিন মহারাজ বসিয়া সভায় ৷ পাত্র মিত্র ভূত্য বর্গ রয়েছে তথায় ৷ হেনকালে তথা এক জহরি সুজন । আসির রাজার স্থানে দিল দরশন ৷ কার্থীর নিবাসি তার নাম মহোরাম ৷ বহু মূল্য লোষ্ট, বিকি কিনি তার কাম । গলায় রুদ্রাক্ষ মালা ভালে অৰ্দ্ধচন্দ্র। দেখিয়া হরিষ হয় রাজ। কৃষ্ণচন্দ্র। কহে রাজ বল দেখি কিবা সমাচার। কি কারণ আগমন সভাতে আমার । জহরি বলয়ে জমি করি জহরির। বিক্রী আশে এসে দাস হুজুরে হাজির ৷ রাজ বলে যদি তব, লেষ্ট থাকে ভাল ।তবেতো লইব লাল হীরার প্রবাল । শুনিয়া রাজার আজ্ঞ। সেজন ত্বরিত। বাহির করয়ে । র। অতি সচকিত ॥ নৃপতি কতেন মূল্য যথাৰ্থ ইহার যাহয় নিশ্চয় কহু অগ্লুেতে আমার । জহরি বলিল মূল্য পঞ্চাশ হাজার। শুনিয়া হইল ক্রোধ সুবোধ রাজার। রাজা বলে ব্যাপারির মিথ্যা কথা ধৰ্ম্ম যথার্থ কহি লে তাহে হয় কিঅধৰ্ম্ম । জহরি বলিছে কেন হেন অজ্ঞা প্রভু রাজা বলে অসঙ্গত সহ্য নহে কভু তোমার প। থর হইতে সওয়া অনুভব। দশ সহস্তুে লইয়াছি আর কিবা কব । তাহাতে এতেক তোমার এখানে চত্তর । তোমা হেন কত ঠক দেখেছি জহরি। রাজার বচন শুনি জহরি তখন । গলে বস্ত্ৰ দিয়া ককে বিনয় বচন ৷ শুন২