পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গজ-মঙ্গল ১৬৩ পৰ্ব্বত আকার ঢেউ মহাভরে আইসে মহাবেগে । ভাসাইআ বন পৰ্ব্বত ঘন কিছু নাহি লাগে ॥ শুন ভকত পরম পিরিত সে জল নিৰ্ম্মল । দ্বিজ মাধব অই সে সাধব গায়ই গঙ্গা-মঙ্গল ॥ -O পয়ার । এক ঢেউ সহি হাতী আর ঢেউর কালে । ফাফর হইয় পড়ে শত যোজন অস্তরে ॥ У ФS o উঠিয়া গঙ্গার পাএ করএ মিনতি । ভকতি প্রণতি স্তুতি করএ মিনতি ॥ নমো নমো মাতা জয় স্বরধুনি । দ্রবরূপে বিষ্ণুরূপে সংসার তারিণী ॥ মুঞি কি জানম মাতা তোর মহিমা । স্বরমুনিগণে তোমার দিতে নারে সীমা ॥ তিন লোকের অধিকারী দেব ত্রিলোচন । শিরেত ধরিয়া তোমা করেন আরাধন ॥ রক্ষ রক্ষ মাতা মোরে একবার | তোমার চরণে এই করে পরিহার ॥ ১৫২৫ নানা মতে স্তুতি তার শুনিয়া তখন । পৃথিবীমণ্ডলে তবে করিব গমন ॥ সেই আজ্ঞা পাইয়া ঐরাবত মহাশয় । ঘুচিল মনের চিস্তা পরম নির্ভয় ॥