পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እoስ8 १छ-मछल AAAAS SAAAAAS AAAAAS SSAS SSAS SSAS SSAS SS SAAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS খরতর স্রোতধারা তরঙ্গ বিশাল । দুই কুল দেখিতে নাহি বড়হি পাথার। বড়হি গম্ভীর গঙ্গা জীএ খরধারে । জহ্ন নামে মুনিএ জেখানে তপ করে। অবজ্ঞানে জাএন গঙ্গা মুনিরে দেখিয়া । কুশ কুসুম দুৰ্ব্বা নিলেন ভাসাইরা ! ১৬২৫ দেখিয়া ত জন্তু মুনি জলে কোপানলে । আর জন হৈলে নেও ভষ্ম পাতালে। গঙ্গারে দেখিয়া আজি না কৈলু লঙ্ঘন । বড়হি বিষম ক্রোধ না জাএ সহন ৷ কি করিব মনে মনে ভাবে মুনি জন । ব্রাহ্মণের ব্ৰহ্মশাপ ন জাএ ধওন | বড় বেগ ধরে গঙ্গা না চিনে আপন । আমার অগ্রতে গঙ্গা দেখাএ সম্ভাবনা ! তপস্তা করিতে আছি আপনার মনে । ভাসাইল তপের সর্জ (সজ্জ) বড় অবজ্ঞানে ॥ ১৬৩০ চুমুকেত পিমু জল না করিমু আন। উদরস্থ হইলে জেন না করে পয়ান ॥ গঙ্গার তরঙ্গ বেগ রাখিমু সকল । জেন হেন কৰ্ম্ম আর না করে অপর ॥ এ বোল ভাৰিয়া মুনি ক্রোধিত মন । ভাটি মুখে হস্ত পাতিলা ততক্ষণ ॥ গণ্ডুৰ করিয়া জল পিবেক সকল । হাহাকার দেবগণ হৈলা সকল ।