পাতা:গঙ্গা-মঙ্গল.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ांछ-भछल २OS ASA SSASAS SSAS SSASAASAAAS পশিয়া পৃথিবীতল ভাঙ্গিয়া পৃথিবী জল মিলাইয়া বহে মহাবেগে । অস্তরে বিদারি ক্ষিতি নিজ বল সংহতি ত্ৰিভুবন জর অনুরাগে । চৌদিগে জয় জয় তিন লোক বিজয় পরম হরিসে স্বরধুনী। খরতর শ্রোতধার নাহি জলের পারাপার ছিলোল কল্লোল বড় শুনি ॥ ধ্রু ॥ এ কুল ও কুল গতি দুই কুলে ভাঙ্গে ক্ষিতি কোনখানে পড়িছে দেয়ার । পঙ্ক বালুক জল অস্তরে নিরমল ক্ষেণে ক্ষেণে ভরিছে জোয়ার ॥ বড়হি উনমত্ত বেশে পৃথিবী ভাঙ্গি আইসে ত্ৰাসিত হইল বসুমতী । আইলা গঙ্গার ঠাই আপন রাখিতে চাক্ট করজোড়ে করেন মিনতি ॥ শুন দেবী স্বরধুন মোর নাম মেদিনা সহি আমি জগতের ভার । দুই কূল ভাঙ্গিয়া জবে গড়িয়া পড়িব তবে মর্জিলে আমি জাইব রসাতল ॥ শুনিয়া পৃথিবীর বাণী ৰোলেন তবে স্বরধুনী না ভাঙ্গিব দুই কুল আর । এক কুলে পড়িব চর আর কুলে মঙ্গজল ভাঙ্গিব আমি বড়হি জয়াল ৷ >b<no