পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शिलाजिमी 'సి'sరి DDD BBD S DDD DD BBD DD D BBS BB DDD BBB DDBB BBS সতরাং, বেনামী उाशब्र ८नई जौला-नव्ञौब्रहे खत्राद्गाँव्न छै°ाशग्न । एक रन थाछि ? সেই হতভাগ্য কি ? পরে পস্ট ইঙ্গিত রহিয়াছে, সে যে থিয়েটারে বায়মেকাপে গিয়াছিলাম বলে, তাহা মিথ্যা কথা,—অন্য কোথাও গিয়া তাহার প্রেমাপদের नहण्ला भिलिड झग्न । ব্ৰজবাব মনে মনে বলিতে লাগিলেন, “স-সপ গহে বাস” উল্লেখ করিয়া পত্রপ্রেরক আমাকে সাবধান করিয়াছে। আমার প্রাণহানি করাও কি পাপীয়সীয় উদ্দেশ্য নাকি ? আশ্চৰ্য্য নহে। কারণ লাহিড়ী অবিবাহিত, আমি মরিলেই উহাদের “বিধবা বিবাহ” হইতে পারবে। O এরপে ক্ষেত্রে আমার কি করা উচিত - উহাকে খন করিয়া পাপের উপযুক্ত প্রতিফল দিয়া, নিজে ফাঁসি যাইব ? না, সন্ন্যাসী হইয়া সংসারাশ্রম ত্যাগ করিব ? এই সময়ই ব্ৰজবাব পীনাল কোড আনাইয়া, খানের ধারা পাঠ করিয়াছিলেন, তাহা পবেই বণিত হইয়াছে। ৷৷ চতুর্থ পরিচ্ছেদ ॥ এই প্রকার নানা চিন্তায় ব্ৰজবাবরে দিন কাটিতে লাগিল । এই সময়ে কলেজ মহলে সংবাদ রটিলে, কৌশব্ৰজ বিশ্ববিদ্যালয়ে বঙ্গভাষা শিক্ষা দিবার জন্য একজন অধ্যাপক আবশ্যক একজন উপযুক্ত লোক নিৰ্বাচন করিয়া পাঠাইবার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়কে তাঁহারা অনুরোধ করিয়া পাঠাইয়াছেন। এই কথা শুনিয়া, ব্ৰজবাবর মনে হইল, এই কাব্যটি যদি যোগাড় করতে পারা যায়, তবে সমস্ত সমস্যারই মীমাংসা হইয়া যাইতে পারে। স্মীকে খনও করিতে হয় না, নিজেকে সন্ন্যাসীও হইতে হয় না। পত্রীকে তাহার পিরালয়ে রাখিয়া, বিলাতে গিয়া, আর না ফিরিয়া আসিলেই হইল। অনেক সহি সপোরিশ যোগাড় করিয়া, ব্ৰজবাব গিয়া বিশ্ববিদ্যালয়ের কত্তা মহাশয়ের সাহিত সাক্ষাৎ করিলেন। কত্তর্ণ বলিলেন, “এ কাযের উমেদার বড় নেই। দেশ ছেড়ে, পত্নী পত্র পরিজন ছেড়ে, কেউই চিরদিন বিলাতে গিয়ে থাকতে চায় না। প্রেসিডেন্সি কলেজের একজন মাত্র অধ্যাপক এই কমে'র প্রাথী হয়ে আমার কাছে এসেছিলেন, তাঁকে কথা দিয়েছি যে তাঁকেই পাঠাব। তাঁর নিজের খবই ইচ্ছে, কিন্তু শুনলাম, এ খবর শুনেই তাঁর স্ত্রীর ফিট হতে আরম্ভ হয়েছে। তাঁর আত্মীয় সবজন খুবই বাধা দিচ্ছেন। তাঁর যদি না যাওযা হয় তবে আপনাকেই পাঠাতে প্রস্তুত আছি।” ব্ৰজবাব মনে মনে বলিলেন, “আমার স্ত্রীর ফিট হবে না।” প্রকাশ্যে, কত্তা মহাশয়কে কৃতজ্ঞতা জানাইয়া, প্রণাম করিয়া বিদায় লইলেন। পরদিনই কত্তা মহাশয় ব্ৰজবাবকে ডাকিয়া পাঠাইলেন। . ব্ৰজবাব তৎসমীপে উপস্থিত হইলে বলিলেন, “সে ভদ্রলোকের যাওয়া হ’ল না। আপনি রাজী ত ?” ব্ৰজবাব বলিলেন, “আজ্ঞে হ্যাঁ। কবে যেতে হবে ?" “যত শীঘ্ৰ পারেন। পরশ বিলাতী মেল কলকাতা থেকে রওয়ানা হবে। এত শীল্প বোধ হয় আপনি পেরে উঠবেন না। তার পরের মেলে, অথাৎ আজ থেকে না দিন পরে বারা করতে পারবেন ত ?” ব্ৰজবাব বলিলেন, “আজ্ঞে হ্যাঁ। নিশ্চয় পারবো।” কোথায় গেলে ব্ৰজবাব নিয়োগপত্র ও পাথেয় প্রভৃতির জন্য অর্থ পাইবেন ইহা বঝোইবা দিয়া, কত্তা মহাশয় একখানি পর লিখিয়া তাঁহার হাতে দিলেন। ব্ৰজবাব, সাহেব বাড়ীতে গিয়া সম্রাট প্রভৃতির ফরমাস দিলেন। তারপর স্মীকে Ꮼ/Ꮜ